ফেসবুকে সাবধানতা | facebook solution
যোগাযোগ থেকে শুরু করে নানা কাজে ফেসবুক ব্যবহার করা হচ্ছে। অনেকেই ছবিসহ নানা বিষয় ফেসবুকে শেয়ার করছেন। কিন্তু এখনকার সময় সবকিছু ফেসবুকে শেয়ার করা কি ঠিক? বিশেষজ্ঞরা বলেন , অনলাইনে সাইবার দুর্বৃত্তরা ফাঁদ পেতে বসে থাকে। গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলে তা কাজে লাগিয়ে ক্ষতি করে বসতে পারে তারা। ফেসবুকে তাই কোনো কিছু শেয়ার করা আগে কিছুটা মেধা খাটাতে পারেন। কিছু বিষয় আছে, যা কখনোই ফেসবুকে শেয়ার করা উচিত নয়। জেনে নিন তারাতারি ছয়টি বিষয় সম্পর্কে: ১. ড্রাইভিং লাইসেন্স: যখন ড্রাইভিং পরীক্ষা দিয়ে পাস করে যাবেন বা ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন, তখনই অতি উচ্ছ্বসিত হয়ে সে ছবি ফেসবুকে পোস্ট করে বসবেন না। ড্রাইভিং লাইসেন্সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। বোকামি করে ছবি, জন্মতারিখ, ঠিকানাসহ দরকারি তথ্য দুর্বৃত্তদের হাতে যেতে দেবেন? ২. ছুটির পরিকল্পনা: কোথাও বেড়াতে যাচ্ছেন? ফেসবুকে আগে কখনোই তা পোস্ট করে যাবেন না। আবার কোথাও বেড়াতে গিয়ে কত দিন থাকবেন, কোথায় কোথায় যাচ্ছেন, তা আগে পোস্ট করবেন না। কারণ, এ ধরনের তথ্য পোস্ট করলে দুর্বৃত্তদের জন্য আপনার ওপর নজরদারি করা সহজ হয়। চুরির পরিকল্পনা করা হতে পারে আ...