ফিল্মি দুনিয়ার সবচেয়ে দামি রহস্য টি বাহুবালি তে



 NUW:    ফিল্মি দুনিয়ার সবচেয়ে দামি রহস্যটির সমাধান বোধ হয় হয়ে গেছে গত শুক্রবার ‘বাহুবলী ২’ মুক্তি পাওয়ার পরই। সব রহস্যের উত্তর অবশেষে মিলেছে। কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছে, জানা গেছে তা-ও। আর এ জন্যই ভক্ত-দর্শকের রহস্যের কিনারা করতে প্রথম দিনেই ছবিটি গড়ে একাধিক রেকর্ড। গণ-উন্মাদনায় বলিউডকে টেক্কা দিয়ে ইন্ডিয়ান ফিল্মে দাদাগিরি দেখাল আঞ্চলিক এই ছবিটি 

পাগল জনতাকে সামলাতে হায়দরাবাদসহ কয়েক জায়গায় পুলিশকে লাঠিও তুলে নিতে হয়েছে। দক্ষিণের শহরগুলোর পাশাপাশি পুরো ভারতে যেন প্রভাস-জ্বরে আক্রান্ত। দিল্লিতে নাকি একটি টিকিটের মূল্য আড়াই হাজার পর্যন্ত উঠেছে।


 বলিউডের সব রেকর্ড ভেঙে ইতিহাসের পথেই হাঁটছে দক্ষিণের পরিচালক এস এস রাজমৌলির সিনেমা ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ বা ‘বাহুবলী ২’। মুক্তির প্রথম চার দিনেই এই সিনেমার আয় ৬৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। দক্ষিণী সিনেমার মহাতারকা রজনীকান্তের ‘ভারতীয় ছবির গর্ব’ বলে মন্তব্য করা ‘বাহুবলী ২’ যুক্তরাষ্ট্র, কানাডা, উপসাগরীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় ধামাকা করেছে।

Comments

Popular posts from this blog

পোড়ামন ছবি শুধু মানুষদেরকে নাড়া দেই নি প্রমান মিললো ৫ তারিখের নির্বাচনে