পিস্তল ও ছুরির সামনে পরতে হয়েছিল রাত একটাই | Shakib Khan
আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু লোকের আমার প্রতি ক্ষোভ জন্ম নিতে পারে। তারা হয়তো এ–ও মনে করতে পারে, আজ শাকিব খান না থাকলে তারাই স্টার। আমি আগে থেকে বলছি, শাকিব খানকে ঠেকানোর জন্য একটা গ্রুপ উঠেপড়ে লেগে গেছে। তাদের ধারণা, আমাকে সরিয়ে দিতে পারলে কেউ হয়তো বড় স্টার হয়ে যেতে পারবে? এটা পুরোপুরি ভুল। আরে...আল্লাহ যার ভাগ্যে যা লিখে রেখেছেন, তা-ই হবে। তাকে কেউ দমাতে পারে না। তাদের নিয়ে
কিছুই এখন বলব না। কিছুদিনের মধ্যে এমনিতে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এফডিসিতে যা হচ্ছে, তা মোটেও ভালো হচ্ছে না। আজ ওরা আমার সঙ্গে যা করেছে, শিগগিরই নতুনেরাও তাদের প্রতি একই আচরণ করবে। তবে এটুকু বলতে চাই, এসব কাজ যারাই করেছে, একদমই ঠিক করেনি। আমি সবাইকে বলতে চাই, পাঁচ বছর শিল্পী সমিতির সভাপতি ছিলাম। নতুনেরা আসবে বিধায় আমি তাদের ছেড়ে দিলাম। নেতৃত্ব যদি ছেড়ে না-ই দিতাম, তাহলে তো নির্বাচন করতাম। দেড় বছর ধরেই কিন্তু এমন কথা বলে আসছি। মদ খাওার ব্যপারটা সম্পূর্ণ বানোয়াট তথ্য। আমার সম্মান নষ্ট করার ষড়যন্ত্র। আমাকে জড়িয়ে এমন কথা প্রচার করায় আমি খুবই কষ্ট পেয়েছি।
Comments
Post a Comment