শিল্পী সমিতির নির্বাচন সম্পর্কে প্রার্থীরা যা বললেন...
NUW: Details:আগামীকাল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এতে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল। তিন প্যানেলের সভাপতি প্রার্থীর কাছে রাখা হয়েছিল একটি প্রশ্ন। নিজেদের ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি কোনগুলো, যেগুলোর ভিত্তিতে তাঁদের প্যানেলকে ভোট দেবেন শিল্পীরা?
Details:ব্যাংকে এক কোটি টাকার স্থায়ী আমানত করব। সেখান থেকে পাওয়া অর্থ দিয়ে শিল্পীদের নামে জীবনবিমা করা হবে। এমন একটি উপদেষ্টামণ্ডলী গঠন করা হবে, যাঁরা নজির সৃষ্টি করার মতো কাজ করবেন।
আমাদের প্যানেল জয়ী হলে শিল্পীদের আবাসনের জন্য শিল্পীপল্লি তৈরি করব। তাঁদের সুস্বাস্থ্য, সুচিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। প্রবীণ শিল্পীদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করব। সমিতির নিজস্ব কার্যালয় স্থাপন ছাড়াও চলচ্চিত্রের মান উন্নয়নে একটি প্রয়োগিক নীতিমালা প্রস্তুত করব।
Comments
Post a Comment