NUW: ফিল্মি দুনিয়ার সবচেয়ে দামি রহস্যটির সমাধান বোধ হয় হয়ে গেছে গত শুক্রবার ‘বাহুবলী ২’ মুক্তি পাওয়ার পরই। সব রহস্যের উত্তর অবশেষে মিলেছে। কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছে, জানা গেছে তা-ও। আর এ জন্যই ভক্ত-দর্শকের রহস্যের কিনারা করতে প্রথম দিনেই ছবিটি গড়ে একাধিক রেকর্ড। গণ-উন্মাদনায় বলিউডকে টেক্কা দিয়ে ইন্ডিয়ান ফিল্মে দাদাগিরি দেখাল আঞ্চলিক এই ছবিটি পাগল জনতাকে সামলাতে হায়দরাবাদসহ কয়েক জায়গায় পুলিশকে লাঠিও তুলে নিতে হয়েছে। দক্ষিণের শহরগুলোর পাশাপাশি পুরো ভারতে যেন প্রভাস-জ্বরে আক্রান্ত। দিল্লিতে নাকি একটি টিকিটের মূল্য আড়াই হাজার পর্যন্ত উঠেছে। বলিউডের সব রেকর্ড ভেঙে ইতিহাসের পথেই হাঁটছে দক্ষিণের পরিচালক এস এস রাজমৌলির সিনেমা ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ বা ‘বাহুবলী ২’। মুক্তির প্রথম চার দিনেই এই সিনেমার আয় ৬৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। দক্ষিণী সিনেমার মহাতারকা রজনীকান্তের ‘ ভারতীয় ছবির গর্ব’ বলে মন্তব্য করা ‘বাহুবলী ২’ যুক্তরাষ্ট্র, কানাডা, উপসাগরীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় ধামাকা করেছে।
FAv movie
ReplyDelete